বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ ২০ আগস্ট শুক্রবার দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এরই মধ্যে যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইন পোর্টালেরও অনুমোদন কার্যক্রম চলমান আছে। বেশ কিছু অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।
এসময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.