শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
জামালপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার টাকা এখনও পাননি হতদরিদ্ররা

জামালপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার টাকা এখনও পাননি হতদরিদ্ররা

শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধিঃ জামালপুর ১৫ নং রসিদপুর ১নং ওয়াডের্র সুরুজ্জামান মেম্বার ও মেম্বারের দালাল ফরেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫০০ টাকা হতদরিদ্রকে না দিয়ে নিজেরা আত্মসাৎ করেছে বলে ঐ এলাকার ১৫ জন হতদরিদ্র একটি লিখিত অভিযোগ করেন।

জামালপুর সদর উপজেলায় ১৫নং রশিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদেববাড়ী গ্রামের বাসিন্দা গরীব অসহায় কোনোমতে দিন আনে দিন খাই। ১নং ওয়ার্ডের সুরুজ মেম্বার ও তার দালাল ফরেন ঈদের কিছু দিন আগে ৫০/৬০ জনের ভোটার আইটি কার্ডের ফটোকপি নেয়। ঈদের একদিন আগে সুরুজ মেম্বার ও ফরেন ১০০ করে টাকা হতদরিদ্রদের দিতে চাইলে তারা না নিয়ে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ৫০০ করে টাকা দিয়েছে আপনারা ১০০ করে দিচ্ছেন কেন? তারা বলে সব টাকা আসে নাই।

এই বিষয়ে সুরুজ মেম্বারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাড়ির জমি বেচে টাকা দিবো। জামালপুর ১৫ নং রসিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল মামুন ঠান্ডার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, আমি অসুস্থ থাকায় সব কিছু ১নং ওয়ার্ডের সুরুজ মেম্বারকে দায়িত্ব দিয়ে ছিলাম । এই বিষয়ে মেম্বার সুরুজ সব বলতে পারবে ।
হতদরিদ্রদের দাবি মাননীয় প্রধামন্ত্রীর ঈদ উপহার টাকা উদ্ধার ও দুষি ব্যাক্তির শাস্তি চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com