শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা,যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হবে। এছাড়া রোজিনাকে যারা হেনস্তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বক্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.