শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংক পরিচালনায় অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনতে হবে। মঙ্গলবার ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ পরামর্শ দেন।
এসময় কিভাবে অর্থনীতির চাকা আবারও সচল করা যায় এবং ব্যাংকিং খাতের মাধ্যমে কিভাবে প্রণোদনা প্যাকেজগুলিকে অর্থনীতিতে পুশ করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশের চেয়ারম্যান (রেবি) আলী রেজা ইফতেখার অংশ নেন।
কনফারেন্সে অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির বিকল্প অর্থায়নের জন্য একটি বন্ড বাজারের বিকাশের জন্য সবার কাছে মতামত চেয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.