স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার সড়কটি বিলম্বিত নির্মান কাজের প্রতিবাদে স্থানীয় সেবী সংগঠন হোসাইন মারুফ ক্রীড়াচক্র এক অভিনব কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ৪ঠা জুন শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে নির্মানাধীন সড়কের মুন্সিরচর বাজার থেকে নন্দীরবাজার পর্যন্ত সর্বসাধারণকে সঙ্গে নিয়ে সড়কে শুয়ে প্রতিকী প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য এই ব্যাস্ত ও গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দীন যাবত নির্মানাধীন ফলে সামান্য বৃষ্টি হলেই খোড়াখুড়ির কারণে হাঁটু পানি জমে যায়। অভিযোগ আছে ইতিমধ্যেই অনেক গুলো সড়ক দুর্ঘটনায় ও জানমালের ক্ষতি হয়ে গেছে।
