স.স.প্রতিদিন ডেস্ক ।।
ইন্টারনেট প্রটোকল টেলিভিশনগুলোকে (আইপি টিভি) সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের টিভি শাখা-২ এর এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অমান্যকারী আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০)-এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনো ধরনের সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি ওই নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।
এর আগে আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না। আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রকাশ বন্ধে মন্ত্রণালয় শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে বলেও জানিয়েছিলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ প্রচার করতে পারবে না।’