ঢাকা April 24, 2024, 9:34 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আগামী বৃহস্পতিবার হতে স্বাস্থ্যবিধি মেনে ৫০% আসন খালি রেখে ট্রেন চলবে

Link Copied!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার হতে স্বাস্থ্যবিধি মেনে ৫০% আসন খালি রেখে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । আজ ১৩/০৭/২০২১ ইং তারিখ রোজ জুলাই মঙ্গলবার বিকেল হতে অনলাইনে টিকিট বিক্রয় শুরু হবে।

সকলের জন্য কিছু বিশেষ নির্দেশনাঃ

⚠️ কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না।
⚠️ প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে।
⚠️ সকল অগ্রীম টিকিট যাত্রার ৫ (পাঁচ) দিন পূর্বে ক্রয় করতে পারবেন।
⚠️ অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেয়া যাবে না।
⚠️কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেয়া হবে।
⚠️ আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ। তাই অযথা কাউন্টারে ভীড় করা থেকে বিরত থাকুন।
⚠️ ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমনের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোন যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমন করতে পারবেন না।
⚠️ ট্রেনে প্রতিনিয়ত বিশেষ চেকিং অভিযান চলছে, তাই বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে কারো সাথে অবৈধ লেনদেন করবেন না।
⚠️ ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে।
⚠️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমন করবেন না।

অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।