শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
আগামী ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার। তবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে
গত রবিবার (২১ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, এবছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।
‘অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ’
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে গত ৭ মার্চ তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
Leave a Reply
You must be logged in to post a comment.