বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পাঠাধোয়া পাড়া গ্রামে বসত ঘরের বাঁশের ধন্না হতে এক গৃহ বধূর লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাব্বত কবির। জিজ্ঞাসাবাদের জন্য নববধূর স্বামী শামীম হোসেনকে আটক করা হয়েছে।শামীম পাঠাধোয়া পাড়ার আব্দুস সালামের পুত্র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, গতকাল রাতে আমি ও আমার বউয়ের মধ্যে মোবাইলে কথা বলা নিয়ে ঝগড়া হয়,আমার বিয়ের পর থেকেই সে অন্য কয়েকটি ছেলের সঙ্গে কথা বলে,গতকালও কথা বললে আমি তার মোবাইলটা নিলে সে ঘরের জিনিস পত্র ভাংচুর করে পরে আমি তাঁকে মোবাইল ফেরত দেই। দুজনেই রাতে অভিমান করে দুইদিকে শুয়ে ঘুমিয়ে পরি, ঘুম থেকে জেগে দেখি আমার বউ লাশ হয়ে ঝুলে আছে।
Leave a Reply
You must be logged in to post a comment.