বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: প্রেসক্লাব শ্রীবরদী’র নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। ২৯ নভেম্বর দুপুরে প্রেসক্লাব শ্রীবরদী’র নবগঠিত কমিটির সদস্যরা ইউএনও’র কার্যালয়ে মতবিনিময় করেন। এসময় প্রেসক্লাব শ্রীবরদী’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জনানো হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রæটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রেসক্লাব শ্রীবরদী’র নবগঠিত কমিটির সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সহ-সভাপতি রমেশ সরকার, সাধারন সম্পাদক ফেরদৌস আলী, যুগ্ম-সাধারন সম্পাদক তাসলিম কবির বাবু, কোষাধক্ষ্য আব্দুল গফুর সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.