বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম
Test Post নিয়োগের মুলা ঝুলিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা গ্রেফতার— ১ মের্সাস মা ট্রের্ডাসের আয়োজনে জামালপুরে জালালাবাদ ঢেউটিনের কাঠমিস্ত্রি ও রিটেইলারদের সম্মেলন অনুষ্ঠিত বিএনপি সব নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে তোলে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না: মাদারীপুরে প্রেস কাউন্সিলর চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ জুতা পায়ে শহীদ মিনারে জামালপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ।।
জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে জোর করে জমি দখলের  অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সরে জমিনে গিয়ে এই চিত্র পাওয়া গেছে। এ ব্যাপারে রামচন্দ্রপুর এলাকার  শহীদ প্রামানিক বলেন, আমাদের জোরখালী মৌজার   বিআরএস ৭৩০৯ ও ৭৩১০ নং দাগের ১ একর ১১শতাংশ জমি দীর্ঘ ৫০ বছর ধরে নামজারি করে তাতে ফসল ফলিয়ে আসছিলাম। কিন্তু এই জমি এলাকার দুলাল প্রামানিক তার ভাতিজা ইউনিয় ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম নেতৃত্ব দল তিনবছর আগে আরওআর মূলে দাবি করে জোর করে দখল করে নেয়, যা এখন পতিত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যেখানে ঘোষনা দিয়েছেন, আবাদি এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা, সেখানে ওই ছাত্রলীগ নেতার দাপটে আমাদের ১ একর ১১ শতাংশ জমি তিন বছর ধরে পতিত রয়েছে। এ ব্যাপারে শহীদ প্রামানিকের সহোদর আলতাফ প্রামানিক বলেন, ঘটনার দিন সম্প্রতি বোর মৌসুমের জন্য ওই জমিতে হালচাষ করতে গেলে রেজাউল নেতৃত্ব দল আমাদের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।  এতে শহীদ প্রামানিকের মাথায় আঘাত লেগে তা ফেটে যায় এবং আমার আরেক ভাইয়ের হাতের আঙ্গুল কেটে যায়। পরে এই ঘটনায় মাদারগঞ্জ থানায় রেজাউল করিম নেতৃত্বদের নামে ৩২৬ ধারায় মামলা রুজু হয়। পরে তারা সেই মামলা হাজত খেটে জামিনে এসে আমাদের খুন করে ফেলার হুমকী দিয়ে আসছে, এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে। এ ব্যাপারে জোরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম জমি দখলের কথা স্বীকার করে  বলেন,আরওআর মূলে এই জমি আমাদের। তারা বেআইনীভাবে এই জমি দখলে রেখেছিল এতো দিন। এ ব্যাপারে জোরখালী ইউনিয়ন  পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সাজ্জাদুল করিম বলেন, নালিশীয় ওই জমির প্রকৃত মালিক বিআরএস সূত্রে শহীদ প্রামানিকরা,অযথা দুলাল প্রমানিকরা আরও আর মূলে তা দাবি করে ঝামেলা সৃষ্টি করে রাখছে । তারা এলাকার কোন শালিস বৈঠকও মানছেনা। মানছেনা কোন আইন কানুন।
এ ঘটনায় মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গেল ৮ ফেব্রুয়ারী মাসেও এই বিষয় নিয়ে থানায় মিমাংসের জন্য বসা হয়েছিল  কিন্তু কোন সুরাহা দেয়া যায়নি তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com