মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন কলসপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ জাহেদ আলী।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দের কাছে উক্ত মনোনয়নের আবেদন জমা দেন তিনি৷
এ সময় কলসপাড় ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে নেতাকর্মী ও ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আলী বলেন, মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী আমার সঙ্গে আছেন। জননেত্রী শেখ হাসিনা ও বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আপা আমাকে নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো-ইনশাল্লাহ।
