রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
ইসলামপুরের বাটিকামারী অনধিকার প্রবেশে বসতভিটা দখলের পায়তারা

ইসলামপুরের বাটিকামারী অনধিকার প্রবেশে বসতভিটা দখলের পায়তারা

জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামে আনিসুর রহমানের বিরুদ্ধে অন্যের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে বসত ভিটার জমি জবরদর দখলের অভিযোগ পাওয়া গেছে।

ভোক্তভোগী বাটিকামারী গ্রামের কাপাসুর ছেলে হাফিজুর, হাফিজুরের বোন বুলী ও সইদন ও কাপাসুর প্রথম স্ত্রী হালেমার  অভিযোগ, ২০১১ সালের কাপাসু তার পরিবারের প্রথম স্ত্রী হালেমা, সন্তান ও অন্যান্য ওয়ারিসদের প্রাপ্ত জমি রেজিস্ট্রি করে বন্টন করে দিয়েছেন। দীর্ঘ দিন তারা তাদের ওয়ারিস সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার আনিসুর রহমান তাদের ভোগদলীয় জমি হাফিজুরের পিতার দ্বিতীয় স্ত্রী হালিমা ও সৎভাইয়ের নিকট ৭শতাংশ ক্রয় করেছে বলে দাবী করে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে।

জানা যায়, আনিসুর রহমান জমিন দখল বুঝে না নিয়েই কাপাসুর ওয়ারিসদের ভোগদখলীয় জমি গোপনে কাপাসুর দ্বিতীয় স্ত্রী হালিমার নিকট ক্রয় করে। পরে জমি জমির এই বিরোধ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মাতাব্বরদের বিচার ও দেওয়া হয়েছে কিন্তু এরই একপর্যায়ে শুক্রবার ভোরে একই এলাকার আনিসুর রহমান লোকজন নিয়ে ফিল্মী কায়দায় হাফিজুর গংদের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে বসত ভিটার জমি জবরদর দখলের চেষ্টা করে। হাফিজুর ও তার পরিবারের লোকজন বাধাঁ দিতে এলে তাদের উপর আক্রমন করে তাড়িয়ে দেয়। পরে ভোক্তভোগী হাফিজুর এব্যাপারে ইসলামপুর থানায় আইনের আশ্রয় নেন। পরে ইসলামপুর থানা পুলিশ শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে জমির সমস্যা মিমাংশা না হওয়া পর্যন্ত বিরোধকৃত জমিতে কাউকে প্রবেশ করতে নিষেধাজ্ঞা প্রদান করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন জানান, উক্ত জমির বিরোধ নিয়ে কয়েক দিন ধরে শালিস দরবার বসার কথা রয়েছে। কিন্তু  বসা হয়নি এরই মধ্যে আনিসুরের ঠিক হয়নি বসতবাড়ি ভাঙ্গচুর করা। শিগ্রই দুই পক্ষ নিয়ে বসে বিষয়টি মিমাংসা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com