সাদ্দাম হোসেনঃ
জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকা থেকে চায়না রিভলবার ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাজিদুর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বের এসআই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়েলসহ ইসলামপুর থানা পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেন কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে বলে জানা গেছে। ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.