বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন
ইসলামপুর প্রতিনিধি ।।
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধিতে প্রভাতী প্রকল্পের উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় গত ৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এলজিইডি’র প্রভাতী প্রকল্পের পরিচালক আনিসুল ওহাব খান।
এসময় জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে উপজেলা হাট বাজার ব্যবস্থাপনা কমিটি, বণিক সমিতি, মহিলা ব্যবসায়ী এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.