ঢাকা April 20, 2024, 5:20 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর উপজেলা আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি দুলাল; সম্পাদক সালাম

Admin
September 25, 2021 1:30 pm | 360 Views
Link Copied!

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান( দুলাল) এমপি মহোদয়কে পুনরায় সভাপতি ও এড. আব্দুস  ছালাম কে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. মুহাম্মদ বাকী বিল্লাহ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য রেজাউল করিম হীরা, পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মোজাফ্ফর হোসেন, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জি.এস.এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. শহীদ মোতাহার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম ।
বক্তারা বলেন, এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্ধ উদ্দীপ্ত কর্মীদের সাথে আওয়ামী লীগকে শক্তিশালী, সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করবে।