ঢাকা October 8, 2024, 9:59 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উপবৃত্তির টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ ২১ জানুয়ারির মধ্যে

Link Copied!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

উপবৃত্তি ও টিউশন ফিয়ের টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এইচএসসি এমআইএস সফটওয়্যারে আগামী ২১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। আগেও এসব প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি ও আপডেট করতে বলা হলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান তা করেনি। ফলে, এসব প্রতিষ্ঠানের উপবৃত্তি ও টিউশন ফি প্রাপ্তিতে জটিলতা সৃ্ষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই, ২১ জানুয়ারির মধ্যে উপবৃত্তির স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য হালনাগাদ করার সুযোগ দেয়া হয়েছে। গত ১২ জানুয়ারি মঙ্গলবার  সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে স্কিমভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি বা হালনাগাদ করতে হবে। টিউশন ফিয়ের টাকা পেতে অনলাইন ১৩ থেকে ১৭ ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে। আর লগইন করতে না পারলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ইমেইলে (hsp.sstipend@gmail.com) যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো নির্দেশনায় তথ্য এন্ট্রি ও হালনাগাদের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।