রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
এএফসি সি ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হলেন শেরপুরের গোলাম শাহরিয়ার রবিন

এএফসি সি ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হলেন শেরপুরের গোলাম শাহরিয়ার রবিন

স্টাফ রিপোর্টার: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলির তত্বাবধানে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন শেরপুরের গোলাম শাহরিয়ার রবিন।

বুধবার এসএমএসের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব কোচ এডুকেশন মাহবুব আলম পাওলো নিশ্চিত করেছেন। বাফুফে এই কোর্সে উত্তীর্ণদের আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট প্রদান করবে।

এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্সে উত্তীর্ণ গোলাম শাহরিয়ার রবিন বলেন, আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে কোর্সে সুযোগ দেওয়ার জন্য। আমার অভিভাবক শেরপুরের ফুটবলের কর্ণধার জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ফুটবল বস মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ওস্তাদ সাধন বসাক সহ আমাকে যারা অনুপ্রাণিত করেন সকলের প্রতি চিরকৃতজ্ঞ। নিজের দক্ষতা কাজে লাগিয়ে একজন প্রশিক্ষক হিসেবে আমি আমার দ্বায়িত্ব পালনে সচেষ্ট থাকবো শেরপুর তথা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলে কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল তাকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com