শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
এবার তারিক আনামের বিপরীতে পরীমণি

এবার তারিক আনামের বিপরীতে পরীমণি

স.স.প্রতিদিন ডেস্ক ।।

দেশের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে এবার প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ একসঙ্গে দেখা যাবে তাদের। জানা গেছে, ছবির গল্পে পরীমণির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।

ছবিটি নিয়ে তারিক আনাম বলেন, চয়নিকার সঙ্গে এর আগেও কাজ করেছি, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে তার নির্মাণে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ গতানুগতিক ধারার বাইরে ভিন্ন কিছু হতে যাচ্ছে, এতে বেশ কিছু নতুনত্ব রয়েছে। মূলত ছবির গল্পটা পুরোপুরি আলাদা। ছবির গল্পকার পান্থ শাহরিয়ারও আমার পছন্দের। তার লেখার হাত খুবই ভালো। পান্থর গল্পই ছবিটিকে ভিন্ন মাত্রা দেবে। আশা করা যায় ভালো কিছু হবে।

এদিকে, লাস্যময়ী নায়িকা পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সেটা আসলে দর্শকরা পর্দায় দেখবেন। এটা এখনই বলা ঠিক হবে না। ছবির পাত্র-পাত্রী দু’জনের সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। মূলত গল্পের প্রয়োজনেই বয়সের পার্থক্যটা রাখা হয়েছে।’

ছবির গল্প নিয়ে এই নির্মাতা বলেন, ‘খুন অনেক রকম হতে পারে। স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে খুন মানেই রক্তপাত ও জীবনের শেষ। কিন্তু মনস্তাত্ত্বিক খুনও কিন্তু হয়। যার মাধ্যমে খুন হতে পারে একটি পরিবারে মানুষের সম্পর্ক। এমন একটি চরিত্রের জন্য তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’

চয়নিকা আরও জানান, পরীমণি ভালো অভিনেত্রী। এরই মধ্যে আমাদের একসঙ্গে কাজ করা হয়েছে। আমার প্রথম চলচ্চিত্রের নায়িকা ছিলেন তিনি। পরীর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো, তার চেয়েও বড় কথা সে একজন ভালো মানুষ। যেহেতু আমাদের মধ্যে আন্তরিকতা রয়েছে, তাই এই কাজটা আরও ভালো করে করতে পারবো।’

উল্লেখ্য, পান্থ শাহরিয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করছেন কাজী রিটন। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ব্লাক অ্যান্ড হোয়াইট নিবেদিত ‘অন্তরালে’ একটি ওটিটি প্লাটফর্মে মুক্তির কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com