শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ করায় এসএ টিভির সম্প্রচার চালু করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বেসরকারি দুটি চ্যানেল অল্প কিছু টাকা বকেয়া রেখেছিল। এজন্য সম্প্রচার বন্ধ করা হয়। এরই মধ্যে এসএ টিভি বকেয়া পরিশোধ করায় দুপুরে সম্প্রচার চালু করে দেয়া হয়েছে।
এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন বলেন, আমরা বকেয়া পরিশোধ করেছি। আমাদের সম্প্রচার চলছে।
এদিকে চ্যানেল নাইনের বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, চ্যানেল নাইন কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। রোববার সকালের মধ্যে চ্যানেল নাইনও চালু করে দেয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে দেশীয় সব টেলিভিশন।
Leave a Reply
You must be logged in to post a comment.