ঢাকা September 14, 2024, 10:30 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এ টি এম শামসুজ্জামান হাসপাতালে

Link Copied!

স.স.প্রতিদিন ডেস্ক ।।

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে গত বুধবার বিকেলে তাঁকে ভর্তি করানো হয়।

এ টি এম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন ধরে খাবার খেলেই তার বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।

আজগর আলী হাসপাতালের ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে এ টি এম শামসুজ্জামানের চিকিৎসা চলছে। এর আগেও কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন এ টি এম শামসুজ্জামান।

২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এ টি এম শামসুজ্জামান। এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।