চিত্রনায়ক শাকিব খান ওরস্যালাইনের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এর আগেও তিনি এই বিজ্ঞাপনের মডেল হন। তিনি মডেল হয়েেেছন এসএমসি ওরস্যালাইন-এন’র শুভেচ্ছা দূত হিসেবে। নতুন কিস্তির বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু খান। গত ১১ জানুয়ারি এফডিসিতে বিজ্ঞাপনটির শূটিং হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শাকিব এসএমসি ওরস্যালাইন-এন’র শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন। পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করছেন তিনি। এদিকে, শাকিব খান নতুন বছরে এখনও চলচ্চিত্রের কাজ শুরু করেননি। বছরের প্রথম দিন তার অভিনীত নবাব: এলএল.বি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। সিনেমাটিতে বিতর্কিত দৃশ্য উপস্থাপন করায় সিনেমাটির পরিচালক অন্যন্য মামুন গ্রেফতারও হন। পরে গত সোমবার তিনি জামিনে মুক্তি পান।