রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি: আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল সহিংসতার প্রেক্ষাপটে ফেসবুকের সব প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তার উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। এবার দু’বছরের নিষেধাজ্ঞা তাই ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হতে পারেন, ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কারণগুলো গুরুতর। আমরা বিশ্বাস করি যে তার পদক্ষেপগুলো আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে। তাই তার ওই পদক্ষেপ শাস্তি যোগ্য।’
ফেসবুক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যদি তাদের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.