সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী ।।
জামালপুর জেলার ২৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে একটি করে কম্বল দিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের পৃষ্ঠপোষকতায় গত ১ জানুয়ারি বেলা ১২টায় শহরের খেজুরতলা এলাকায় তার বাসভবনে এই কম্বল বিতরণ করা হয়। প্রকৌশলী আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন এমপি ও আয়োজক সংস্থার কর্মকর্তাবৃন্দ ২৫০ জন নারী ও পুরুষ শারীরিক প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল তোলে দেন।
এ সময় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন, টিম ম্যানেজার মাহবুবুর রহমান পলাশ, আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিলের (আইসিডব্লিউসি ) প্যানেল আম্পায়ার কাজী শিমুল, কো-অর্ডিনেটর নাফিউর রহমান, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার কো-অর্ডিনেটর আরিফা জাহান নিশি, মাছরাঙা টিভি চ্যানেলের সাংবাদিক প্রভাষক মো. মাহফুজুর রহমান, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমুখ কম্বল বিতরণে অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.