বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলনাঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। আজ (রোববার) সকাল ছয়টা থেকে পাটকলগুলো উৎপাদন শুরু করে।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা বলেন, খাদ্য বিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার কার্পেটিং জুটমিল ছাড়া অন্য সব কটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। তবে সতর্কভাবে দূরত্ব বজায় রেখে কাজ করছেন শ্রমিকেরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান জনান, গত ২৬ মার্চ থেকে কারখানাগুলি বন্ধ রাখার ফলে যেসব শ্রমিক খুলনার বাইরে চলে গেছেন তাঁদের ছাড়াই মিলগুলোর কলোনিতে অবস্থানকারী শ্রমিকদের নিয়ে উৎপাদন শুরু হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.