প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের স্ত্রী ও তার পুত্র আবীরের ২য় বার টেস্টে করোনা পজেটিভ এসেছে। যদিও প্রথমে নেগেটিভ বলা হয়েছিল। তাদেরকে রিজেন্ট হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রয়াত খোকনের পরিবারের সদস্যরা।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যান সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর খোকন। দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।মৃত্যুর পর তার দেহে করোনা সংক্রমণের রিপোর্ট আসে।
হুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
