শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মুজতবা শাহরিয়ার (৪০) মারা গেছেন।
রবিবার সকালে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, মুজতবা গত কয়েকদিন ধরে উচ্চ জ্বরে ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুসারে দুবার কোভিড-১৯ পরীক্ষা করেছেন। উভয় পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি মুত্র সংক্রমণের ওষুধ খাচ্ছিলেন। গতকাল শনিবার তিনি গুরুতর অসুস্থবোধ করলে আবার কোভিড-১৯ টেস্টের জন্য মুগদা জেনারেল হাসপাতালে যান। তখন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
মুজতবা শাহরিয়ারকে জোহরের নামাজ শেষে আইনশৃঙ্খলা বাহিনী তালতলা কবরস্থানে দাফন করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার পরিবারের এক সদস্যকে দাফনে যোগ দেয়ার সুযোগ দিলেও তাকে মৃতদেহ দেখতে দেয়া হয়নি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় আক্রান্ত রোগী পাঁচ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত পাঁচ হাজার ৪১৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।
Leave a Reply
You must be logged in to post a comment.