নকলা, (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ‘নকলা ফাউন্ডেশন’ নামে একটি উন্নয়ন সংগঠন।
এরই ধারাবাহিকতায় উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত অসহায়দের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নকলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের কাছে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত পরিসরে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নকলা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও জনতা ব্যাংকের এজিএম আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনতা ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে নকলা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান ও সদস্য শফিকুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, নির্বাহী সদস্য সিমানুর রহমান সুখন, সাংবাদিক শফিউল আলম লাভলু ও সাংবাদিক শফিউজ্জামান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।