শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১২নং তিতপল্যা ইউনিয়নের চরশী কান্দার পাড়ায় করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করে ২০১৫ সালে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা ভুঁইফোড় ও সাইনবোর্ড সর্বস্ব মানহীন শিক্ষা প্রতিষ্ঠান চরশী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি স্কুলে চলছে ক্লাশ। সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনাকে অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে অফলাইন ক্লাস চালু রাখার এ দুঃসাহসী কাজটি প্রশাসনের দৃষ্টি এড়াতে কাকডাকা ভোরে শুরু হয় আর প্রকাশ্যে কোনপ্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পুরোদমে প্রতিরুমে গাদাগাদি করে নিয়মিত পাঠদান চলে সকাল ৯টা পর্যন্ত।
২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের আওতায় শাস্তিযোগ্য এ অপরাধের সাথে জড়িতদের অনতিবিলম্বে শাস্তির জোর দাবী সচেতন মহলের।
Leave a Reply
You must be logged in to post a comment.