শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার তার করোনা টেস্টের পর ফল নেগেটিভ এসেছে বলে জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১২ জানুয়ারি তার করোনা টেস্টের ফল পজেটিভ এসেছিলো। তার কোনো নেতিবাচক উপসর্গ ছিলো না। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। তার রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে জাতীয় পাটির নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিল করেছেন। তার সুস্থ্যতা কামনায় যারা দোয়া করেছেন এবং চিকিৎসা সহায়তা দিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান জি.এম. কাদের।
সূত্র : বাসস
Leave a Reply
You must be logged in to post a comment.