শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা ও সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও সাবান দিয়েছে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
শুক্রবার সকালে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জরুরী অক্সিজেন সেবা নিশ্চিত করতে ২০টি অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষা সামগ্রী হিসেবে ১২ হাজার মাস্ক ও ৬শ’ হাত ধোয়ার সাবান জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহানের কাছে হস্তান্তর করেন এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল রাহাত। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, নারায়ন চন্দ্র পাল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.