রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের জনৈক মৃত দরনেশ আলীর ছেলে হতদরিদ্র দিনমজুর ভ্যানচালক ছায়েদ আলীর বাড়িতে ২টি ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ী ও ১টি ছাগলসহ পরপর তিনবার চুরি হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ছায়েদ আলী বাদী হয়ে স্থানীয় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। আরও জানা যায়, তার উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়ীটি বিগত রমজান মাসের ৭ম রোজার দিন চুরি হওয়ায় এই হতদরিদ্র দিনমজুর ধার-দেনা করে আবারও একটি ব্যাটারিচালিত অটো ভ্যানগাড়ী কিনে পূণরায় সংসারের ব্যয় নির্বাহে হাল ধরে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! গত ৫ জুন শনিবার গভীর রাতে তার আঙ্গিনায় তালা দেওয়া অবস্থায় চার্জে থাকা ভ্যানগাড়ীটি লোহার শিকল কেটে আবারও চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চিহ্নিত দুস্কৃতিকারীচক্র। তাই বর্তমানে উপার্জন করতে না পারায় স্ত্রী-পরিজন নিয়ে বিপাকে পড়েছে এই হতদরিদ্র দিনমজুর ছায়েদ আলী। এদিকে এ এলাকার একটি চিহ্নিত সংঘবদ্ধ দুস্কৃতিকারীচক্র মাদক কারবার আর জুয়ার সাথে লিপ্ত থেকে একের পর এক চুরি আর অসামাজিক কাজ চালিয়ে গেলেও এরা স্থানীয় আর প্রভাবশালী হওয়ায় কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না। অপরদিকে এদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী হতদরিদ্র দিনমজুর ভ্যানচালক ছায়েদ আলী ও তার পরিবার ।
<!- start disable copy paste –></!->
Leave a Reply
You must be logged in to post a comment.