শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
কৃষকের ধান কেটে দিলেন টঙ্গী কলেজ ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিলেন টঙ্গী কলেজ ছাত্রলীগ

টঙ্গীর চাঁনকিরটেক এলাকার হায়দরাবাদ বিলের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন টঙ্গী কলেজ ছাত্রলীগের নেতাকর্মী। বুধবার সকাল থেকে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের ৩৫ জন নেতাকর্মী দত্তপাড়া চাঁনকির টেক এলাকার বর্গা চাষী আনোয়ার হোসেনের আড়াই বিঘা জমিনের পাকা ধান কেটে কৃষকদের বাড়িতে তুলে দিলেন।

কৃষক আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন। এসময় তাদের পাশে দাঁড়িয়েছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্রলীগের কর্মীরা সবাই যদি এভাবে কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কৃষক বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এব্যাপারে কাজী মঞ্জুর বলেন, আমার নেতৃত্বে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা কৃষকের ১০ বিঘা জমিনের ধান কেটে মারাই করে গড়ে তুলে দিব। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান, প্রচার সম্পাদক রাকিব হোসেন, রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, যুবলীগ নেতা আমির হামজা, কাজল মিয়া, মামুনুর রহমান পন্ডিত, সোহেল আকন্দ, ফারুক হোসেন, রিফাত বিন রেইন, সোহেল বাবু, নাসিম খান, রবিউল ইসলাম, মিরাজ হোসেন প্রিন্স, কাউসার আহমেদ, আরিফ খান, দিল মোহাম্মদ, আশরাফুল ইসলাম অপু, তাওহিদ বাবু, আল আমিন, আমির হোসেন সুজন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com