নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামের মিয়ার উদ্দিনের পুত্র লিটন দীর্ঘদিন যাবৎ জমজমাটভাবে জুয়ার আসর চালিয়ে আসছে। জুয়ার প্রভাবে এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামের লিটনের বাড়িতে ও বাড়ির সামনে নদীর কোল ঘেঁষে দীর্ঘদিন যাবৎ লিটন প্রকাশ্যে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর চালিয়ে আসছে। জুয়ার প্রলোভনে পড়ে দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা জুয়ার বোর্ডে ব্যবসার তহবিলসহ টাকা-কড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্পটে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী ও দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় স্থানীয় জনগণ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। অনতিবিলম্বে জুয়ারি লিটনকে গ্রেফতারপূর্বক লিটনের জুয়ার আসরটি বন্ধের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।