শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে। এ উপলক্ষে ১ এপ্রিল থেকে জেলা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিতরণ শুরু করেছে।
এদিকে গত বৃহস্পতিবার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনপ্রিয় জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। এসময় তার সফরসঙ্গী হয়ে দুই শতাধিক কর্মী সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে এসময় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে গোটা কেন্দুয়া ইউনিয়ন জুড়ে। শ্লোগানে শ্লোগানে মুখরিত মোটরসাইকেল শোভাযাত্রাটি দৃষ্টিনন্দনও ছিল বটে। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে জোর আশাবাদ ব্যক্ত করেন, জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল।
You must be logged in to post a comment.
[…] সূত্র : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন নিউজ লিংক : এখানে ক্লিক করুন […]