ঢাকা April 16, 2024, 9:59 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ধান কেটে কৃষকের সহযোগিতা করলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

admin
April 25, 2020 1:40 pm | 466 Views
Link Copied!

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় এবং যশোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের অনুপ্রেরণায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কয়েকজন কৃষকের ধান কেটে সহযোগিতা করছেন।

উপজেলার পরচক্রা গ্রামের রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা নিয়েছে। ক্ষেতের পাঁকা ধান কাটা নিয়ে তিনি বিচলিত ছিলেন।

বিষয়টি অবগত হয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-কেশবপুরে ধান কেটে কৃষকের সহযোগিতা করলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে ছাত্রলীগনেতা মিজানুর রহমান, আলামিন হোসেন, তুহিন, হাসান, ইয়াসিন, আজাহারুল, প্রতাপ, রায়হান, রাসেল, বিজন, জসিম, শাহিন, সজিব, বিবেক দেবাশিষ, সাগর, কুদ্দুস, মফিজুল-সহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ গতকাল তাঁর ২বিঘা জমির ধান কেটে আমাকে সহযোগিতা করেছেন।

এব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-কেশবপুরে ধান কেটে কৃষকের সহযোগিতা
করলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা মুন্নাফ হোসেন মুন্না জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে তাঁর নেতৃত্বে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া দেশের যে কোন সংকটে ছাত্রলীগ দেশবাসি পাশে আছে, থাকবে।