ঢাকা September 14, 2024, 11:57 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাওয়াবেন ৫ গরু ও ৫ খাসি । মেসি ভক্ত মাসুদের এলাহি কাণ্ড

Link Copied!

সরিষাবাড়ী প্রতিনিধি ।।

শেষ হয়েছে কাতর বিশ্বকাপ উম্মাদনা। তবে এখনও রয়ে গেছে তার রেশ। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ে আগামী (২৪ ফেব্রুয়ারি ২০২৩) শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী  মিল্লি-ভাতের আয়োজন করা হবে। সাথে থাকছে  কনসার্ট আয়োজনও। আর এ আয়োজন উদ্যোক্তা ঢাকা তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান (২৬)। তিনি সরিষাবাড়ী পৌরসভার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, মাসুদুর রহমান আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। মেসি তার পছন্দের খেলোয়াড়। তাই বিশ্বকাপ উপলক্ষে ১ হাজার ৬০ ফিট লম্বা পতাকা বানিয়ে র‍্যালি করেন তিনি। র‍্যালি থেকে ঘোষণা করেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই করে মিল্লিভাত খাওয়াবেন সবাইকে। আর বিশ্বকাপ চলাকালে  আর্জেন্টিনার প্রতিটি খেলা উপভোগের জন্য ধানাটা ব্রিজপাড় সংলগ্ন মরহুম মমতাজ সরকারের বয়লারের বড়পর্দাসহ  খিচুড়ি, বিরিয়ানি ও মিল্লিভাতের আয়োজন করেন মাসুদ। গেল রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল খেলাতেও দেড় হাজার আর্জেন্টিনা সমর্থকদের খিচুড়ি খাওয়ানো পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শৈশব থেকেই মাসুদের খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ  বেশি ছিল। ফুটবল খেলা বোঝার শুরু থেকেই তিনি মেসি ও তার দল আর্জেন্টিনার ভক্ত। গত বিশ্বকাপ উৎসবে প্রিয় দলকে নিয়ে নানা পরিকল্পনা থাকলেও মাঝপথে ছিটকে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।  তবে এবার মেসিদের  সাফল্যে গতবারের দুঃখ ঘুচেছে পুরোটাই। আর্জেন্টিনা সমথর্ক মাসুদুর রহমান ঢাকা মেইলকে বলেন, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা কাপ নিয়েছে এতে আমি আনন্দিত। তাই ৫টি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মেন্দাভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটি আগামী (২৪ ফেব্রুয়ারি ২০২৩) শুক্রবার আয়োজন করা হবে। এ ছাড়াও  সাথে আরও ৫ টি ছাগল জবাই হবে। সব মিলিয়ে প্রায় ১০/১৫ হাজার মানুষের জন্য এ আয়োজন করা হবে বলে জানান তিনি। সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মাসুদ আর্জেন্টিনার বড় মাপের একটি পতাকা টানিয়েছিল। এ ছাড়াও প্রতিটি খেলার দিন সে বড় ধরনের আয়োজন করে। সেখানে আর্জেন্টিনার সমর্থকরা অংশ নিয়ে খেলা উপভোগ করেছে । আগামী ২৪ ফেব্রুয়ারী ৫টি গরু ও ৫টি ছাগল জবাই দিয়ে মিল্লি ভাত খাওয়ানোর পাশাপাশি কনসার্ট করবে মাসুদ। সরিষাবাড়ী থানা পুলিশ বিশৃঙ্খলা এড়াতে সব সময় সতর্ক থাকবে। কনসার্ট ভালভাবে শেষ করার জন্য  নিরপত্তা প্রদান করা হবে।