বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
গোল্ডেন জামালপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোল্ডেন জামালপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।
প্রতিবছরের মতো চলতি শীত মৌসুমে জামালপুরে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক ফেসবুক দল গোল্ডেন জামালপুর। নতুন বছরের প্রথমদিন শুক্রবার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোকলেছুর রহমান।

বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান বীর প্রতীক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুুরী, গোল্ডেন বন্ধু সোমা সোবহান, শামীম আজাদ, সাহিদা ফেরদৌসী, প্রতিবন্ধী ব্যক্তি বাপ্পী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোল্ডেন জামালপুরের মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোল্ডেন জামালপুরের প্রশাসক চিকিৎসক শামীমা সোবহান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সকল বন্ধুদের নিকট শীতার্ত মানুষের সহায়তা চেয়ে আবেদন জানান। আবেদনে সাড়া দিয়ে এক সপ্তাহের ব্যবধানে অনুদান প্রাপ্ত টাকায় সাড়ে তিনশ কম্বল কেনা হয়।

বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোকলেছুর রহমান গোল্ডেন জামালপুরের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভার্চুয়াল দুনিয়ায় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যখন অনেকেই বিনোদন এবং বিতর্কিত বিষয় নিয়ে অধিকমাত্রায় সময় অপচয় করে থাকে তখন গোল্ডেন বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করছেন। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোক আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ, গোল্ডেন জামালপুর প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু, জটিল রোগে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় গোল্ডেন জামালপুর।

একাধিক সদস্য জানান, গোল্ডেন জামালপুর শুধু বিনোদনের মাধ্যমই নয় সামাজিক ও মানবিক কাজে বর্তমানে একটি নির্ভরযোগ্য প্লাটফরম হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই নিবেদিত। গোল্ডেন জামালপুরের ডাকে আমরা দ্রুত সাড়া দিয়ে থাকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com