স্টাফ রিপোর্টার: একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন এ শ্লোগান কে সামনে রেখে ঘরে ঘরে রক্তসৈনিক তৈরির লক্ষে কাজ করে যাচ্ছে রক্তসৈনিক বাংলাদেশ পরিবার। এরই ধারাবাহিকতায় রক্তসৈনিক কেকের চর ইউনিয়ন শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কেকের চর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড অন্তর্গত দিলু বেপারী বাজার সংলগ্ন দক্ষিণ লংগড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পিং এ ৪ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন আল আমিন রাজু প্রতিষ্ঠাতা পরিচালক রক্তসৈনিক বাংলাদেশ। রক্তসৈনিক কেকের চর ইউপি শাখা‘র ম্যানেজমেন্ট সমন্বয়ক সানজিমুল হাসান শাহিন এর সঞ্চালনায় এসময় সর্বসাধারনকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে বক্তব্য রাখেন মোঃ নূর আমীন প্রধান শিক্ষক দক্ষিণ লংগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ লাল মিয়া, ইউপি সদস্য ৪নং ওয়ার্ড কেকের চর ইউনিয়ন পরিষদ, তানভীর মাহতাব যুগ্ম সাধারন সম্পাদক রক্তসৈনিক শেরপুর, রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাজিদ হাসান শান্ত ।
উক্ত অনুষ্ঠানে রক্তসৈনিক শেরপুর জেলা টিমের সদস্য জুনায়েদ আহমেদ, রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, দপ্তর সম্পাদক রাশেদ মিয়া, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মিজানুর রহমান, জুলফিক্কার আলী পাপ্পু, বাবু সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠান ক্যাম্পিং বাস্তবায়ন কমিটির সঙ্গে কথা বলে যানা যায় তাদের এই রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পর্যায়ক্রমে ৮নং খড়িয়া কাজির চর ইউনিউন এর ৮টি ওয়ার্ডে পরিচালনা করে হবে এবং তা এ মাসের মধ্যেই শেষ করা হবে।
রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে ইউপি সদস্য সহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত থেকে উক্ত ক্যাম্পিং কার্যক্রমের প্রশংসা করে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
