বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত ২২ জুন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ পালিত হয়েছে। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি এর পক্ষে ঘাটাইল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম উপস্থিত থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত দলনেতা-দলনেত্রী। আনসার কমান্ডারদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে। ফলের চারার মধ্যে ছিল আম, পেয়ারা ও লটকন। ঔষধি গাছের চারা ছিল গর্জন ও আমলকি।
উল্লেখ্য, ঘাটাইল উপজেলা ৪২৬ গ্রামের সরকারি রাস্তার পাশে অথবা আনসার-ভিডিপি ক্লাব সমিতির প্রাঙ্গনে সর্বমোট ৮৫২টি গাছের চারা রোপণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.