ঢাকা December 10, 2023, 10:42 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চালকবিহীন জাহাজ চালু করল নরওয়ে

Admin
November 24, 2021 11:41 am | 315 Views
Link Copied!

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনতে যখন বিশ্বব্যাপি নানা কর্মসূচি অব্যাহত, তখন থেমে নেই নরওয়েও। তারা চালু করেছে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত পণ্যবাহী জাহাজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চালকবিহীন জাহাজটি চলবে স্বয়ংক্রিয়ভাবে।

গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান ‘ইয়ারা বার্কল্যান্ড নামের জাহাজটি সাংবাদিকদের দেখানো হয়।

নির্মাতারা দাবি করেছেন, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে একটি উলে­খযোগ্য পদক্ষেপ এই জাহাজটি।

নরওয়ের পোর্সগ্রুনের একটি কারখানা থেকে ব্রেভিক বন্দরে সারবোঝাই ১২০টি কন্টেইনার বহনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। জাহাজটি চলাচলের মাধ্যমে ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলাচলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে।

ইয়ারা কর্তৃপক্ষ বলছে, ৮০ মিটার দৈর্ঘ্যের এবং ৩ হাজার ২০০ টন ধারণ ক্ষমতার এই জাহাজ আগামী ২ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এ সময় জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলাচলের কলাকৌশল শিখবে।