উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে ৩০টি ট্যাংকারে ডিজেল নিয়ে একটি ট্রেন রোববার রাতে নাটোরে যাচ্ছিল। বিপরীতমুখী একটি ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য উথলী রেলস্টেশনের কাছাকাছি ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটিকে পুনরায় ১ নম্বর লাইনে ওঠানোর সময় ১৪/১৫ নম্বর পয়েন্টের কাছে চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়।
উদ্ধারকারী দলের প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আলী বলেন, আজ দুপুর ১২টা নাগাদ লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.