শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই। সোমবার ভোরে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৫টার শ্বাসকষ্ট শুরু হলে আতিকুল্লাহ খান মাসুদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। প্রসঙ্গত, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.