নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে আরিয়ান পোল্ট্রি ফিড এন্ড ফিস ফিডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের পশ্চিম ফুলবাড়িয়ায় আরিয়ান ডেইরী ফার্মে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের ব্যবস্থাপক দিলখুস আহাম্মেদ রানা, জামালপুর শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ফার্ম এন্ড ফার্মের এরিয়া ম্যানেজার মো. সেলিম, অপসোনিন এগ্রোভেট ডিভিশনের এরিয়া ম্যানেজার মো. কামাল হোসেন, পুষ্টিরাজ ফিডের এরিয়া ম্যানেজার মো. সুরুজ্জামান, বায়োকেয়ার এগ্রো লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মো. রেজাউল করিম, মাস্টার ব্যাটারি ঘর এর স্বত্বাধিকারী মফিজুর রহমান, জামালপুর পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আমির হোসেন, আরিয়ান পোল্ট্রি ফিড এন্ড ফিস ফিড ও আরিয়ান ডেইরী ফার্মের ব্যবস্থাপক ইউসুফ রানা, আইনজীবী হারুন অর রশিদসহ আরিয়ান পোল্ট্রি ফিড এন্ড ফিস ফিড ও আরিয়ান ডেইরী ফার্মের সাথে সম্পৃক্ত সকল খামারী। এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.