রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের সাজালের চর গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের একমাত্র ছেলে হুসেন আলী (০৭) ঐ এলাকার দশআনী নদীর পাড়ে বল খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাটি ঘটে ১৩ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও খুঁজে পাওয়া যায় নি।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকার সময় মৃত ব্যক্তির লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের এস আই মুশফিকুর রহমানের নেতৃত্বে এ এস আই মোজাম্মেল হক, এ এস আই সাইফুল ইসলাম এবং এ এস আই ফেরদৌস রহমান সহ সঙ্গীয় ফোর্স সরেজমিনে তদন্ত করে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পরবর্তীতে ইসলামপুর উপজেলার সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ সুমন মিয়ার নির্দেশ মোতাবেক লাশের দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.