স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে কঠোর অবস্থানে রয়েছে ইসলামপুর থানা পুলিশ। উপজেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে চেকপোস্ট।
জরুরী প্রয়োজন ব্যতিত যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকেও ফিরিয়ে দিয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ব্যতিত কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উপজেলার ব্যস্ততম বাজার এলাকা, থানা মোড় ও চাঙ্গামোড় সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ তৎপরতায় রয়েছে পুলিশ। সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল যে কোন ধরণের যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে যাত্রীকে। জরুরী প্রয়ােজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন এবং সংক্রমণ ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।
এ ব্যাপারে ইসলামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া বলেন, লকডাউন নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন জায়গায় পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে না বের হওয়ার অনুরোধ করা হচ্ছে।
