ঢাকা April 20, 2024, 10:53 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে এলাকার সুধীমহলের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ডিসেম্বর শনিবার বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সাধারণ সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতা মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুটামনি উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মোঃ আলী আকবর, জমি দাতা মোঃ হাতেম আলী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী, কুটামনি এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী, ডাঃ মোঃ রুহুল আমীন, ফরহাদ হোসেন বাবু, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার শাহীনুর ইসলাম শাহীন, কুটামনি উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যুাৎসাহী সদস্য মোঃ জিয়াউল হক, মোঃ আনোয়ার হোসেন, কুটামনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রাজ মামুন কামাল, হেলাল উদ্দিন, বেলাল, সাজু মিয়া, নজরুল ইসলাম কালু মেম্বার, মাসুদ, আমিনুরসহ এলাকার শতাধিক অভিভাবক ও সুধীমহল। এদিকে কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলমের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে একক হস্তক্ষেপে বিদ্যালয়ের জমি হস্তান্তর ছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতির পাশাপাশি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধের পাঁয়তারার গুরুতর অভিযোগে আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার সংবাদ জানতে পেরে বিনা নোটিশে কোন কারণ দর্শানো ব্যাতিরেকে বিদ্যালয় বন্ধ করে কেটে পরারও অভিযোগ নিয়ে বক্তব্য রাখেন বক্তাগণ। বক্তাগণ ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সুনাম ও স্বার্থ বিনষ্টের নায়ক হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়ী করে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বিক্ষোভ ও অনাস্থা প্রকাশ করে বক্তব্য রাখার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। সভাটি সঞ্চালনা করেন মোঃ ইউনুছ আলী।