ঢাকা December 10, 2023, 6:44 am
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জামালপুরে অস্ত্র ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া নিপুল সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

২৭ এপ্রিল বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, ২৬ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেপ্তার করা হয়। তার নামে জামালপুর সদর, ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআই তারিকুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামি করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।