ঢাকা April 25, 2024, 3:20 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর জেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে। জেলার প্রতিটি ইউনিয়নেই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ততোধিক।
এ কারণে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ব্যানার, ফেস্টুন আর পোষ্টারের মাধ্যমে প্রচার প্রচারণায় ইতোমধ্যে পুরো জেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।
গত বৃহস্পতিবার ১ এপ্রিল সকাল থেকে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। এদিন সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন বোর্ডের আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, সাংগঠনিক সম্পাদক আব্দল্লাহ আল আমিন চাঁন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ।
জানা গেছে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম বিক্রির প্রথম দিনে সদর উপজেলার ১নং ইউনিয়ন থেকে ৮ নং ইউনিয়ন পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ৬৫টি আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। অপরদিকে দ্বিতীয় দিনে সদর উপজেলার ৯নং ইউনিয়ন থেকে ১৫ নং ইউনিয়ন পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ৩৬টি আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা দ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।