ঢাকা April 18, 2024, 5:49 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Link Copied!

মোঃ সাইদুর রহমান সাদী ॥

বন্যায় ক্ষতিগ্রস্ত জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়নের ২শ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। এছাড়া তিতপল্লা, লক্ষীরচর ও তুলসীরচর ইউনিয়নের ৩ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন। ত্রাণ সামগ্রীরর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন। জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক বাবু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, সদস্য ছানোয়ার হোসেন সবুজ, জামালপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ তরফদার বাদল, মেষ্টা ইউনিয়ন পরিষদের সচিব আজমুল হক আকন্দ সবুজ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সচিব শামসুন্নাহার প্রমুখ। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সরকার বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, লক্ষীরচর, তুলসীরচর ৫টি ইউনিয়নের ৫ শতাধিক ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন।